রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটির কাপ্তাই, লংগদু উপজেলার পর এবার রাঙামাটি সদর উপজেলাধীন ভেদভেদী ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
জানা যায়, আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে একই সময়ে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় জনজীবনের অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকায় জনস্বার্থে উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন তার প্রাপ্ত ক্ষমতাবলে মঙ্গলবার (৩০ শে আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেদভেদী এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
সোমবার দিবাগত রাত ১.১৫ মিনিটের সময় ইউএনও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত ঘোষণা পত্র প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, এর আগে রবিবার (২৮ আগস্ট) রাঙামাটির কাপ্তাই উপজেলায় এবং পরেরদিন সোমবার (২৯ আগস্ট) লংগদু উপেজলায় বিএনপি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে একই স্থানে রাজনৈতিক কর্মসূচির আহবান করলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা ১৪৪ ধারা জারি করেন। এ নিষেধাজ্ঞার ফলে ওই সব এলাকায় আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা তাদের পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করে।
চলতি বছরে প্রথমবারের মতো রাজনৈতিক সংঘর্ষের সূত্রপাত ঘটেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়। চলতি মাসের ২৬ আগস্ট (শুক্রবার) বাঘাইছড়িতে সংগঠিত এই সংঘর্ষে আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা রাসেল চৌধূরী ও ছাত্রদলের নেতা আল-আমিনসহ উভয়দলের অন্তত ১৫জন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি মোটর সাইকেলও ভাংচুর করা হয়েছে।













