বিনোদন ডেস্ক»
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গান গেয়ে খ্যাতি অর্জন করা রানু মন্ডলকে নিয়ে এবার তৈরী হচ্ছে চলচ্চিত্র।
জীবনের শুরুর দিকে মঞ্চ কাঁপানো গায়িকা ছিলেন রানু মন্ডল কিন্তু যত দিন গিয়েছে অনুষ্ঠানের সংখ্যা কমতে থাকায় একটা সময় না খেতে পেয়ে কাটাতে হয়েছে তাকে।
এরপর রানাঘাটে ভিক্ষাবৃত্তি করতে দেখা যায় তাকে। সেই সময় রানাঘাট স্টেশনের এক যাত্রী রানুর গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এক রাতের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। এরপর বলিউড থেকে ডাক পান রানু মন্ডল। হিমেশ রেশমিয়ার পরিচালনায় গানও গেয়েছেন তিনি। তারপর আবারও ফিরে এসেছেন রানাঘাটে।
আকস্মিক উত্থানের গল্প রচনা করা সেই রানু মন্ডলের জীবনের জোয়ার-ভাটার গল্পটা এবার উঠে আসবে সিনেমার পর্দায়। তার জীবন নির্ভর সিনেমার নাম ‘মিস রানু মারিয়া’। নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ঋষিকেশ মন্ডল। এতে রানু মন্ডল চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঈশিকা দে।
বাংলাধারা/এফএস/এফএস













