বাংলাধারা ডেস্ক »
সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের একটি বাসা থেকে দুই নেত্রীকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১২টার তাদের আটক করা হয়। আটকরা হলেন- জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের বনপাড়া দক্ষিণ বর্তমান পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের আজিজুর রহমান চৌধুরীর স্ত্রী মিনারা বেগম চৌধুরী (৩১)।
অন্যজন সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও নজিরগাঁও মাতৃ মঞ্জিলের মোহাম্মদ হোসেন স্ত্রী হেনা বেগম (৪৫)। হেনা সিলেট জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রোববার রাতে চিকনাগুল ইউনিয়নে অভিযান চালায়। এসময় এলাকাবাসীর সহযোগীতায় ওই দুই নারীসহ ১৭ জনকে আটক করা হয়। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ওই দুই নেত্রী গোপনে একটি গ্রুপ গড়ে তুলেছিল। লোকচক্ষুর আড়ালে থেকে তারা বহুদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল। সুত্রঃ জুমবাংলা ডট কম
বাংলাধারা/এফএস/এমআর/এসবি













