২৯ অক্টোবর ২০২৫

এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন করোনায় আক্রান্ত

বাংলাধারা ডেস্ক » 

এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী, সমাজকর্মী ওয়াসফিয়া নাজরীন আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে ওয়াসফিয়া লিখেছেন, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে আমি নিয়মতান্ত্রিক কোয়ারেন্টাইনে আছি। নিঃশ্বাসে কিছুটা সমস্যা আছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠবো। প্রতিটিদিনই এক লড়াই।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তীব্র মাথা ঘোরা, নিঃশ্বাসে সমস্যা, গলা ব্যথাসহ বিভিন্ন ভোগান্তির কথা উল্লেখ করেছেন তিনি।

ওয়াসফিয়া ফেসবুক পোস্টে আরও লিখেছেন, আমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এখন করোনা বাংলাদেশের জনগণকে আঘাত করছে। এ মহামারি দীর্ঘ হতে চলেছে। এর প্রতিরোধে আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।

সরকারি হিসাবে বাংলাদেশে করোনায় আক্রান্ত ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন করে ৪ জনসহ আক্রান্ত হয়েছেন মোট ২৪ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

বাংলাদেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনোভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষের ফোন নম্বর ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ০১৭১৫২৫৫৭৬৫, ০১৭১৬৮০০০০৮ এবং ইমেইল: piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন