২৬ অক্টোবর ২০২৫

এমএম ট্রান্সপোর্ট-এ শ্রমিক ছাটাই, কারখানায় কনটেইনার পরিবহন বন্ধ

বাংলাধারা প্রতিবেদন »

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে  প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন। একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কনটেইনার পরিবহনকারী প্রাইম মুভার (লরি) চালক ও সহকারীদের চাকরিচ্যুতির জের ধরে কর্মবিরতির ডাক দিয়েছে এই শ্রমিক সংগঠন।

এতে বিভিন্ন বেসরকারি কনটেইনার ডিপো (অফডক) থেকে রফতানি পণ্যভর্তি কনটেইনার চট্টগ্রাম বন্দরে আনা এবং বন্দর থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার ডিপো বা বড় কারখানায় সরাসরি নেওয়া বন্ধ রয়েছে।  

প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা সীতাকুণ্ডে এসএম ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে দুপুরে বৈঠক করেছি। আলোচনা ব্যর্থ হয়েছে। কর্মবিরতি চলবে। আমাদের দাবি হচ্ছে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত রাখা এবং ছাঁটাইকৃত ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার চালককে চাকরিতে পুনর্বহাল করা। 

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন