২৪ অক্টোবর ২০২৫

এমটিএস গার্মেন্টস’র ব্যবস্থাপনা পরিচালক এম এ নবী’র মৃত্যুতে বিজিএমইএ’র শোক

বাংলাধারা ডেস্ক »

বিশিষ্ট শিল্পপতি, তৈরি পোশাক শিল্পের সূচনালগ্নের অন্যতম উদ্যোক্তা এবং বিজিএমইএ’র প্রবীন সদস্য এমটিএস গার্মেন্টস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এম এ নবী বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)। তাঁর মৃত্যুতে বিজিএমইএ পরিচালনা পর্ষদ, প্রাক্তন প্রথম সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন সহ-সভাপতিগণ ও বিজিএমইএ’র নেতৃবৃন্দের পক্ষ থেকে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (১৯ আগস্ট) এক শোক বার্তায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, মরহুম এম এ নবী চট্টগ্রামে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের সূচনালগ্নের অন্যতম সফল উদ্যোক্তা হিসেবে এ’শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধিতে অবদান রেখেছেন। চট্টগ্রাম অঞ্চলে বিজিএমইএ কার্যক্রমের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। মরহুম এম.এ. নবী বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকান্ডে একজন সমাজ হিতৈষী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে বিজিএমইএ একজন প্রতিভাবান শিল্পপতিকে হারাল; যা সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম এম.এ. নবী’র প্রথম নামাজে জানাযা বৃহষ্পতিবার বাদ আছর নাসিরাবাদ হাউজিং সোসাইটির জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, প্রাক্তন সভাপতি এস.এম. ফজলুল হক, প্রাক্তন প্রথম সহ-সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, এ.এম. চৌধুরী সেলিম, প্রাক্তন পরিচালক মোহাম্মদ মুসা, লিয়াকত আলী চৌধুরী, কফিল উদ্দিন টিস্যু, আশিক ভূঁইয়া, আবদুল মান্নান রানা, আমজাদ হোসেন চৌধুরী, সেলিম রহমান, সাইফ উল্ল্যাহ মনসুর, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক, এনামুল আজিজ চৌধুরীসহ বিভিন্ন পোশাক শিল্প মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজিএমইএ’র কর্মকর্তাগণ ও নাসিরাবাদ হাউজিং সোসাইটির এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন