২৭ অক্টোবর ২০২৫

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা

‘এমন কিছু করা উচিত যাতে মৃত্যুর পরও মানুষ স্মরণ করে’

ফটিকছড়িস্থ পাঠাগার, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান সম্প্রযুগের উদ্যোগে সম্প্রযুগ শিক্ষা প্রকল্পাধীন ৩৭তম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গত শুক্রবার ধর্মপুর ইউনিয়ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো. দিদারুল আলম।

সংগঠনের সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম বাদশার সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সভাপতি শহিদুল আলম শাহেদ ও সাধারণ সম্পাদক এনামুল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, সম্প্রযুগ মেধাবৃত্তি প্রকল্পের পৃষ্ঠপোষক ও লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪ এর সাবেক জেলা গভর্নর লায়ন এস.এম. সামশুদ্দীন, ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, সংগঠনের সাবেক সভাপতি লায়ন শাহজাহান চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন সম্প্রযুগ মেধা বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য আবু বক্কর কাঞ্চন, নেছার উদ্দিন, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শাহাদাত, লায়ন আব্দুস সালাম পিপুল, বদরুদ্দোজা বশির, সদস্য মো. মাহফুজ, সহ-সভাপতি ডাক্তার দিদারুল আলম, রাশেদুল আলম বাবু, সদস্য মো. আরিফ, নজরুল ইসলাম, রেজাউল করিম, মানিক, অঞ্জন, বাবর উদ্দীনসহ প্রমুখ।

এতে সম্প্রতি মেডিকেলে চান্স পাওয়া সংগঠনের সদস্য মো. আইনুজ্জামান চৌধুরী ও ইপ্তিসার আহমদ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের আজীবন সদস্যপদ গ্রহণ করেন ডাক্তার সুপর্ণা বড়য়া ও অগ্রণী ব্যাংক আজাদী বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নেছার উদ্দিন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ