নিম্ন ও উচ্চ মাধ্যমিক ছাড়াও ডিগ্রি পাস কলেজসহ দেশের ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় এমপিওভুক্ত করেছে সরকার। এরমধ্যে ৩৫টি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও ১১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ২৩টি উচ্চ মাধ্যমিক কলেজসহ সাতটি ডিগ্রি পাস কলেজ রয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।
সবশেষ গত ১৪ আগস্ট শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্বাচনী এলাকার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।
যুগ্ম সচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানগুলোকে বেশকিছু শর্ত দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির এই আদেশ মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
গত বছরের ৬ জুলাই ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেয় সরকার। তারও আগে ২০১৯ সালে ২ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। এছাড়া ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।
বিশেষ বিবেচনায় এমপিওভুক্ত হওয়া ৯১ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এমপিও হলো মাসিক পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ। এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। আর বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না। এ জন্য বেসরকারি স্কুল-কলেজ পর্যায়ে এমপিওভুক্ত করার বিষয়টি অন্যতম আলোচিত বিষয়।













