ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেছেন, আমাকে যদি আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচন করেন তাহলে আমি কথা দিচ্ছি, সরকারি ট্যাক্সমুক্ত কোনো গাড়ি নেবো না।
এছাড়া সরকার এমপিদের বিভিন্ন প্লট বরাদ্দ দেয়, কিন্তু আমি তাও নেবো না। আমরা ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে এ দেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাই।
তিনি শনিবার (২ আগস্ট) বিকেলে এরশাদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনের কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার আমির নুরুল হুদা হামিদী।
এসময় ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটির আহ্বায়ক আবু তাহের ও সদস্য সচিব হিসেবে মাসুদ করিমের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বারইয়ারহাট পৌরসভার আমির মাও: আবদুল হান্নানের সভাপতিত্বে ও পৌরসভার সেক্রেটারি নুর উদ্দিন সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার সেক্রেটারি মাঈন উদ্দিন, সুরা ও কর্মপরিষদ সদস্য আবু তাহের, নুরুল আলম।