১৬ ডিসেম্বর ২০২৫

এম এ হান্নানের জন্মদিন আজ

মো. সৈকত  »

আজ ১০ই ফেব্রুয়ারি । জননেতা এম এ হান্নানের জন্মদিন । ১৯৩০ সালে আজকের এই দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমানে পশ্চিম বাংলা, ভারত) নদীয়া জেলার তেহট্ট থানার খাসপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ।

মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আন্দোলনে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে স্বাধীনতা পদক(মরণোত্তর) পান।

১৯৭১ সালের ২৬ মার্চ, প্রথম প্রহরে রাত ১২টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ওয়্যারলেস সেটের মাধ্যমে চট্টগ্রামে প্রেরণ করা হয়। আর ২৬ মার্চ, ১৯৭১ দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম আওয়ামীলীগ নেতা এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলনের সময় তিনি চট্টগ্রামে নেতৃত্ব দেন । পাকিস্তানিরা যখন সোয়াত জাহাজ থেকে বাঙালিদের নিধনের জন্য অস্ত্র খালাশ করছিল তখন তিনি ছাত্র-জনতাকে নিয়ে প্রতিরোধ সৃষ্টি করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের আগরতলায় হরিনা যুব শিবির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ঢাকার জগন্নাথ কলেজে পড়ার সময় বাংলা ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পরে তিনি চট্টগ্রাম চলে আসেন। চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হন ১৯৬৪ সালে। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা বিরোধী আন্দোলনে তিনি অংশ নেন। ১৯৬৮ সালে সাংগঠনিক সম্পাদক, ১৯৭০ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিনি শ্রমিক রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম শাখার সভাপতি ছাড়াও কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সম্মেলনে অংশগ্রহণ করেন। ১৯৭৪ সালের ১১ জুন কুমিল্লার চৌদ্দগ্রামে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে ফেনী হাসপাতালে ভর্তি হন। পরদিন অর্থাৎ ১২ই জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ