২৫ অক্টোবর ২০২৫

এলিটের বাড়িতে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের মিলন মেলা

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গ্রামের বাড়িতে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার নবনির্বাচিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার গ্রামের বাড়িতে ব্যানার-পেস্টুনে সড়কের দুপাশ ছেঁয়ে যায়। দুপুর গড়িয়ে এলে গাড়ি বহর নিয়ে দলে দলে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা।

নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এস.এম.রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান এবং দক্ষিণ জেলা সভাপতি সভাপতি দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে নিয়াজ মোর্শেদ এলিটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।

এ উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট মেজবানের আয়োজন করা হয়। মেজবানের এই আয়োজনটি যুবলীগের মিলন মেলায় পরিণত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মোশারফ হোসেন, আশেক এলাহি সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক আবুল বশর, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, আইন সম্পাদক বিমল চন্দ্র নাথ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ওসমান চৌধুরী, জনশক্তি ওকর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস.এম মামুন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও যুবলীগ নেতা আছিফ রহমান শাহীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বাংলাধারা/এআই

আরও পড়ুন