এলোহা মেহেদীবাগ শাখার উদ্যোগে ৯ম আঞ্চলিক এলোহা এ্যাবাকাস এন্ড মেন্টাল এ্যারিথমেটিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক বর্নাঢ্য অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এলোহা মেহেদীবাগ শাখার পরিচালক আসাদ উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসার ডা. মো. রেজাউল করিম, কবি ও সাংবাদিক ওমর কায়সার, পোর্ট্রেটের সম্পাদক রূপম চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সৃজনশীলতা, পর্যবেক্ষণ শক্তি, স্মৃতি শক্তি, কল্পনা শক্তি, মনোযোগিতা বৃদ্ধিতে এলোহা যেভাবে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। এলোহার ক্ষুদে শিক্ষার্থীদের গণিত বিষয়ে পরিবেশনা দেখে আমরা মুগ্ধ।
পুরস্কার বিতরণ শেষে বিশিষ্ট যাদুশিল্পী রাজীব বসাক যাদু পরিবেশন করেন। প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করেন।













