২৩ অক্টোবর ২০২৫

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।

যদিও জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস। সুস্থ হয়ে উঠলে সোমবার তার দেশ ছাড়ার কথা রয়েছে।

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দোয়া কইরেন যেন ভালো করতে পারি।

আরও পড়ুন