২৩ অক্টোবর ২০২৫

এশিয়ান এপ্যারেলসের শত কোটির টাকার লঙ্কা কান্ড

বাংলাধারা প্রতিবেদক»

সরকারি বন্ড সুবিধা ভোগ করে রাজস্ব ফাঁকির অভিযোগ ওঠেছে ‘চিটাগং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড’ এর বিরুদ্ধে। ২০১৮ সাল ২০২০ সাল পর্যন্ত তিন বছরে ৫৬২ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৪৫৮ টাকা ফাঁকি দেয় প্রতিষ্ঠানটি। চলতি বছরের ১৬ জানুয়ারী দাবিনামাসহ ছয়টি কারণ দর্শানোর নোটিশ দেয় চট্টগ্রাম বন্ড কমিশনারেট।

২০০৫ সালে ১৭ জানুয়ারী চট্টগ্রাম বন্ড কমিশনারেট থেকে নিবন্ধন পায় এশিয়ান অ্যাপারেলস লিমিটেড। এরপর থেকে একের পর এক অনিয়ম এবং শত কোটি রাজস্ব ফাঁকিসহ লঙ্কা কান্ড ঘটিয়ে বসে প্রতিষ্ঠানটি। নানা অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে জারি করা ৬টি নোটিশে দেখা করা যায় ২০১৮ সালে সর্বমোট ২৯টি ইউডি ও মাষ্টার এলসির মাধ্যমে ৭ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ২৩৪ ডলারের ফেব্রিকস ও অ্যাকসেসরজি আমদানি করে। সেখান থেকে ৫ কোটি ১ লাখ ২ হাজার ৬৩১ ডলার মূল্যের ফেব্রিকস ও অ্যাকসেসরিজ ব্যবহার করে প্রতিষ্ঠানটি। বাকি ২ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৬০৩ ডলার মূল্যের ফেব্রিকস ও অ্যাকসেসরিজ ইউডিতে উল্লিখিত মাষ্টার এলসির বিপরীতে রফতানি করেনি। অবৈধভাবে অপসারন করা হয় গুলো পণ্যগুলো।যার আমদানি মূল্য ২৩৪ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৪৭২ টাকা। যেখানে রাজস্ব ফাকিঁ দেওয়া হয়েছে ২২৭ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৫৬৮ টাকা।

এরপর ২০১৯ সালে ২১ ইউডি ও মাস্টার এলসির মাধ্যমে এক লাখ দুই হাজার ৩৩১ মিটার অর্থাৎ চার কোটি এক লাখ ১২ হাজার ১২৩ গজ ফেব্রিকস ও অ্যাকসেসরিজ আমদানি করে। তার মধ্যে প্রতিষ্ঠানটি সেই বছর এক কোটি ৯৯ লাখ ৯০ হাজার ২৭৮ গজ ফেব্রিকস ও অ্যাকসেসরিজ ব্যবহার করে ২০ লাখ ৩৮ হাজার ৯০৮ পিস পোশাক উৎপাদন করে। অবশিষ্ট দুই কোটি ১ লাখ ২১ হাজার ৮৪৪ গজ পণ্য অবৈধভাবে অপসারণ করা হয়। যেখানে রাজস্ব ফাঁকি দেওয়া হয় ২৭৯ কোটি ১৯ লাখ সাত হাজার ৩১৪ টাকা।২০২০ সালে ৪৯ কোটি ৩১ লাখ পাঁচ হাজার ৩৬৩ টাকা।

এছাড়া অপরিশোধিত মূসদ বাবদ ৬ কোটি ৫১ লাখ ৯ হাজার ৮৪ টাকা রাজস্ব ফাঁকি দেয় চিটাগং এশিয়ান অ্যাপারেলস।
এই বিষয়ে চিটাগং এশিয়ান অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস ছালাম বাংলাধারাকে বলেন, চট্টগ্রাম বন্ড কমিশনারেট থেকে আমাদেরকে কিছু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা উপযুক্ত কারণ দেখিয়ে কিছু কাগজপত্র জমা দিয়েছি বাকি গুলো জমা দিবো।

চট্টগ্রাম বন্ড কমিশনারেটের পক্ষ থেকে বলা হয়, রাজস্ব ফাঁকিসহ আরো নানা অনিয়মের জন্য এশিয়ান অ্যাপারেলসকে ৬টি নোটিশ দেওয়া হয়েছে।তাদের পক্ষ থেকে কিছু কাগজপত্র দেওয়া হয়েছে এবং ১৩ জুন শুনানির দিন ধার্য্য করা হয়েছে।

আরও পড়ুন