৫ নভেম্বর ২০২৫

এসএসসির স্থগিত পরীক্ষা ২৭-২৮ মে

এসএসসিতে

বাংলাধারা ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে গত ১৩ ও ১৪ মে’র এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া এই পাবলিক পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (১৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে গত রোববার ও সোমবারের (১৩ ও ১৪ মে) চলমান সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সবশেষ গতকাল সোমবার (১৫ মে) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে স্থগিত হওয়া সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে। এরমধ্যেই মঙ্গলবার এই ঘোষণা আসলো।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ