১৬ ডিসেম্বর ২০২৫

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম সোনিয়া দাশ (১৮)। শুক্রবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে প্রবর্তক সংঘ আবাসিক হোস্টেলের পঞ্চম তলার পড়ার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোনিয়া সাতকানিয়ার আমিলাইষ এলাকার লালু দাশের মেয়ে। সে প্রবর্তক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।  

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, প্রবর্তক সংঘ আবাসিক হোস্টেল থেকে ভোর ৪টার দিকে থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে ৫ম তলার পড়ার কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যাকারীর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহে কোন ধরনের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ