২৯ অক্টোবর ২০২৫

এসএসসি ফলাফল: পাহাড়েও কমেছে পাশের হার 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় এবার এসএসসিতে পাশের হার গতবছরের তুলনায় কমেছে।

শুক্রবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পার্বত্য জেলা রাঙামাটিতে এবার এসএসসি’তে পাশের হার ৬৭.৯২, গত বছর রাঙামাটিতে পাশের হার ছিলো ৮১.৬০। পার্বত্য খাগড়াছড়িতে এবার পাশের হার ৬৮.৩৭, গত বছর খাগড়াছড়িতে পাশের হার ছিলো-৭৫.৮৭, অপরদিকে পার্বত্য বান্দরবান জেলায় এবার পাশের হার ৭০.৩০, বান্দরবানে গতবছর পাশের হার ছিলো ৭৮.৩৬।

রাঙামাটি পার্বত্য জেলা থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ৮ হাজার ৭৪২ জন, খাগড়াছড়ি থেকে ৯ হাজার ৮৬৬ জন, বান্দরবান থেকে ৪ হাজার ৯৪৫ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। এই বোর্ডে পাসের হার ৭৮.২৯ শতাংশ। আগের বছরের তুলনায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

আরও পড়ুন