খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে এস আলম গ্রুপের মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠান ও সম্পত্তি ফের নিলামে তুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এবার রাজধানী ঢাকার ধানমণ্ডির একটি চারতলা ভবনসহ ৪১ দশমিক ৭৫ শতাংশ জমি এবং এস আলম স্টীলস ও এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সম্পত্তির বিপরীতে এ নিলাম আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা এ ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপের সংশ্লিষ্ট কোম্পানি ও ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির বিপরীতে চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ৮১ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪৩০ টাকা ৯৪ পয়সা। খেলাপি বিনিয়োগ, সুদ ও অন্যান্য খরচ মিলিয়ে এই অর্থ আদায়ে অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ১২(৩) ধারা অনুযায়ী বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ খেলাপি ঋণের দায়ভারে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—এস আলম স্টীলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম মাসুদ, চেয়ারম্যান আবদুস সামাদ, শেয়ারহোল্ডার রাশেদুল আলম, মাসুদের স্ত্রী ফারজানা পারভীন, এস আলম ট্রেডিং কোম্পানি (প্রা.) লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড এবং একাধিক পরিচালক ও শেয়ারহোল্ডার।
এর আগেও দুই দফায় বড় অঙ্কের সম্পত্তি নিলামে
এর আগে ২৭ এপ্রিল এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র, ভোজ্যতেল কারখানাসহ ১১৪৯ শতাংশ জমি নিলামে তোলে ইসলামী ব্যাংক, যার বিপরীতে দাবি ছিল প্রায় ২,১৮০ কোটি টাকা।
তবে সবচেয়ে বড় অঙ্কের নিলাম ঘোষণা আসে ২০ এপ্রিল—চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তির বিপরীতে ৯,৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ে নিলামের বিজ্ঞপ্তি দিয়েছিল একই ব্যাংক শাখা।
এস আলম গ্রুপের বিরুদ্ধে ধারাবাহিকভাবে খেলাপি ঋণ আদায়ে ইসলামী ব্যাংকের এসব আইনি ও প্রশাসনিক উদ্যোগ ব্যবসায়ী মহল ও আর্থিক খাতে আলোচনার জন্ম দিয়েছে।
এআরই/বাংলাধারা