মুজতবা সউদ »
এস এম সুলতান। পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। বাংলাদেশের চিত্রকলায় এক অবিস্মরণীয় নাম।
ভিন্ন ধারার, ভিন্ন মাত্রার এক শিল্পী। যিনি বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, বিশেষ করে ফসল উৎপাদন করে অন্ন যোগান দেয় যারা, তাদের ক্ষীণ দেহের ভেতরের শক্তিকে দেখেছিলেন শিল্পীর চোখে।
সেই শক্তির পরিস্ফুটন ঘটিয়েই তিনি এঁকেছেন তাঁর বেশির ভাগ ছবি। এই বিষয় নিয়েই বন্ধু, পরিচালক তারেক মাসুদ (প্রয়াত) নির্মাণ করেছিলেন বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘দি ইনার স্ট্রেন্থ’ (The Inner Strength)।
পেয়েছেন স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সম্মাননা। এ ছাড়াও ১৯৮০ দশকে যুক্তরাষ্ট্রের তদানিন্তন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাঁকে বিশেষ শ্রেষ্ঠত্বের পদক প্রদান করেন।
শিল্পী এস এম সুলতান ১৯২৩ সালের ১০ আগস্ট, নড়াইলে জন্মগ্রহণ করেন। গভীর শ্রদ্ধা এই শিল্পীর স্মৃতির প্রতি।
শিল্পী এস এম সুলতানের কয়েকটি চিত্রকর্ম :



বাংলাধারা/এফএস/এআই













