২৪ অক্টোবর ২০২৫

এ কে সরকার শাওনের কবিতা ‘পতেঙ্গার দিনগুলি’

এ কে সরকার শাওন »

মনোরম বিকাল শান্ত সকাল
রাতে সোনালী ঝিকিমিকি;
চিরচেনা পতেঙ্গা সৈকতের
স্মৃতি মারে উঁকিঝুঁকি!

মনের মতন বন্ধু ক’জন
উল্লাসে উচ্ছ্বাসে মেতে;
রঙে ঢঙে জল তরঙ্গে
জলকেলি সৈকতে!

ফেনিল স্রোতে হেসে ভেসে
পেতাম জীবনের আস্বাদ!
নবজন্ম লভিতাম ক্ষয়ে
দুঃখ, ক্লান্তি, অবসাদ!

জল তরঙ্গে কবিতা লিখে
সৈকতে ধরতাম গান;
পতেঙ্গায় শ্বাস মিষ্টি বাতাস
জীবনীশক্তি অফুরান!

শরীর নাচতো মন দুলতো
নিমিষেই কাটতো প্রহর!
আহার নিদ্রা নিবাস সবই
পতেঙ্গা সৈকতের উপর!

সপরিবারে উৎসবে আড্ডায়
মুসলিমাবাদ চমৎকার!
আঁধার রাতি জাহাজ বাতি
ছাঁদে শুয়ে গুনতাম বারবার!

বিমান ঘাটি, কাটগড়,
চড়ি হালদার স্মৃতি;
অবসরে মনে উদ্ভাসে
সোনালী দিনের দ্যুতি!

(কবিতা- পতেঙ্গার দিনগুলি, কাব্যগ্রন্থ- আপন আভাস)

২ মে, ২০২২
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।

আরও পড়ুন