বাংলাধারা প্রতিবেদন »
ভারত।ঐতিহাসিক টেস্ট ম্যাচকে ঘিরে প্রস্তুত কলকাতার ইডেন গার্ডেন্স। প্রথমবার দিবারাত্রির ম্যাচ খেলতে যাচ্ছে দেশ দুটি।
ইতোমধ্যে দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনের আয়োজন চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠানমালার এই তালিকা ঘোষণা করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। দুই দেশের শিল্পী-ক্রিকেটার-অন্য খেলার খেলোয়াড়দের মিলনমেলায় পরিনত হবে ইডেন গার্ডেন্স।
সুনীল গাভাস্কার শচীন টেন্ডুলকারসহ সাবেক তারকা ক্রিকেটাররা আলো ছড়াবে ইডেন গার্ডেন্স। বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা ক্রিকেটাররাও মঞ্চে থাকবেন।মাঠের ব্যস্ততা ছাপিয়ে মাঠের বাইরেও সাজ সাজ রব। ইডেন গার্ডেন্সের মূল ফটকে চোখে পড়বে গোলাপী রঙ্গের দুই মাস্কট পিঙ্কু আর টিঙ্কুকে ।বদলে গেছে ভারতের অন্যতম প্রাচীন নগরী কলকাতা। সিটি অব জয় নিয়েছে গোলাপী শহরে।
শুক্রবার(২২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় টস হবে। এর আধঘণ্টা পর খেলা শুরু হবে। দেড়টা থেকে সাড়ে তিনটা প্রথম সেশন। এরপর লাঞ্চের জন্য ৪০ মিনিট বরাদ্দ থাকবে। দ্বিতীয় সেশন ৪টা ১০ থেকে ৬টা ১০ পর্যন্ত চা-বিরতি।সন্ধ্যা সাড়ে ৬টায় আবার খেলা শুরু হবে। আর প্রতিদিন খেলা শেষের সময় রাত সাড়ে ৮টা।
এই টেস্টে ব্যবহৃত হবে এসজি পিংক বল। এই গোলাপি বলের সিম লাল বলের চেয়ে অধিক পুরু। টেকসই লেনিন দিয়ে তৈরি এটি। গোলাপি বলের আবরণে লেকার নামে এক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে। যা সহজে বলের উজ্জ্বলতা নষ্ট হতে দেবে না।দিবারাত্রির টেস্টে গোধূলির কাছাকাছি সময়ে ব্যাটসম্যান আলোক স্বল্পতার দাবি করলে ফ্লাড লাইট আগেভাগেই জ্বালিয়ে দেয়ার নির্দেশনাও রয়েছে।
চারদিকে এখন শীতের আবাহ । ফলে সন্ধ্যার পর শিশির পড়া শুরু করবে। তাই ঘাস শুষ্ক রাখতে গত মঙ্গলবার থেকে এন্টি ডিউ স্প্রে দেয়া হচ্ছে। পাশাপাশি আউটফিল্ডের ঘাসও ছোট রাখা হয়েছে।
এদিকে,ব্যস্ততার সীমা নেই সদ্য বিসিসিআই সভাপতি হওয়া সৌরভ গাঙ্গুলীর। কেননা মাঠটা যে তার নিজের হোম ভেন্যুও। এই ম্যাচের বল, কন্ডিশন, উইকেট নিয়ে আলোচনার কমতি নেই। কেমন হবে ইডেন গার্ডেন্সের উইকেট? সচক্ষে দেখেছেন কৌতুহলী সৌরভ । কিউরেটরের সঙ্গেও কথা বরেছেন তিনি।কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, পিচের জন্য বাড়তি কিছু করা হয়নি। ব্যাটসম্যান-বোলার দুপক্ষই সমান সুযোগ পাবেন।
অন্যদিকে, দিবারাত্রির টেস্টকে সামনে রেখে ইডেনে অনুশীলন করেছে টিম টাইগার্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংসহ ৩ বিভাগেই গুরুত্ব পায় অনুশীলনে। প্রথম টেস্টে লজ্জার হারের পর, ইন্দোরেও কঠোর পরিশ্রম করেছে বাংলাদেশ।ফ্লাড লাইটের আলোয় এই প্রথম গোলাপি বলে কোন টেস্ট খেলবে বাংলাদেশ।তবে দিনের শুরুতেই দু:সংবাদ পেয়েছে দল। ইন্দোর টেস্টে দ্বাদশ ব্যক্তি হিসাবে ফিল্ডিংয়ে নেমে ইনজুরিতে পড়েছেন ওপেনার সাইফ হাসান।কলকাতা টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













