২৩ অক্টোবর ২০২৫

ঐতিহ্যবাহী নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আজিজ উল্লাহ

বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী সদস্য, নানুপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আজিজ উল্লাহ নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

৩১/০৭/২০২৫ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী এ মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনি নানুপুর নিবাসী, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম জামাল উদ্দিন (এম.এ)-এর কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক বিমান বাহিনী কর্মকর্তা শেখ মহিবউল্লাহর ছোট ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য।

নবনির্বাচিত সভাপতি আজিজ উল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব লায়ন আসলাম চৌধুরী (এফসিএ), ফটিকছড়ির গর্ব মাননীয় সাবেক বিচারপতি জনাব ফয়সল মাহমুদ ফয়েজি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী পরিষদের মহাসচিব সাংবাদিক নেতা জনাব কাদের গণি চৌধুরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী সদস্য, প্রবাসী সাংবাদিক আবদুল মান্নান রানা, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই।

নবনির্বাচিত সভাপতি আজিজ উল্লাহ বলেন

“যাঁরা দৃশ্য-অদৃশ্যভাবে পাশে থেকে সাহস, দিকনির্দেশনা, দোয়া ও শুভেচ্ছায় সিক্ত করেছেন তাঁদের প্রতি আমি ও আমার পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের মতামত, পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব। বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা মহোদয়গণ ও স্নেহের কোমলমতি শিক্ষার্থীবৃন্দের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করছি। মহান আল্লাহ তায়ালা সকলের জন্য কল্যাণ বয়ে আনুন এই কামনা রইল।”

আরও পড়ুন