৬ নভেম্বর ২০২৫

ওজনে কম ও বাসি খাবার বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা জরিমানা গুনল ৪ প্রতিষ্ঠান

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় শুরু হয়ে টানা ৩ ঘণ্টার এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

অভিযানে ওজনে কম দেয়ার অভিযোগে কর্ণফুলী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার বিক্রির দায়ে মইজ্জ্যারটের আল মক্কা হোটেলকে ৫০ হাজার টাকা, পরিমাপে গরুর মাংস কম দেয়ায় পুরাতন ব্রীজঘাট এলাকার মের্সাস খাজা মাংস বিতানকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে বিশ্ব দরবার এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান, ফিল্ড অফিসার প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, সিএমপি কর্ণফুলী থানার এসআই উত্তমসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, বাজারে ভেজাল খাদ্য ও যানজট দূর করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্যদ্রব্য ও অয়েল বিক্রিতে ওজনে কম দেয়ায় জনস্বার্থে এ ধরণের অভিযান আমাদের নিয়মতি পরিচালনা করা হবে।

আরও পড়ুন