৫ নভেম্বর ২০২৫

ওড়না প্যাঁচানো তরুণীর মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ডবলমুরিং থানাধীন বেপারী পাড়া এলাকার একটি বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো  তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) দুপুরে নুরুল আলমের বাসা থেকে তানজিলা আক্তার তামান্না (২০) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তামান্না ঢাকায় একটি কলেজে এইচ.এস.সিতে দ্বিতীয় বর্ষে পড়ে বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ সিলিং এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ