২৪ অক্টোবর ২০২৫

ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রাউজান প্রতিনিধি »

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর।

মঙ্গলবার (১৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে সড়কের রাউজান উপজেলার ব্রাহ্মণহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী শিমুল শীল (৪০) রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ২ নম্বর ওর্য়াডের পাল পাড়া মৃত পরিমল শীলের পুত্র।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শী জানায়, পাহাড়তলীর দিকে আসা মোটরসাইকেলটি ব্রাহ্মাণহাট এলাকায় একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক হতে আসা শহরমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গাড়ি থেকে সড়কের পাশে সজোরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনুপম দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করছি।

আরও পড়ুন