ঐতিহ্য আর কৃষ্টির সমন্বয়ে ইফতার পরিণত হয়েছে ধর্মীয় আচার এবং সামাজিক উৎসবে।শনিবার নগরীর কোচিং পাড়া খ্যাত চকবাজারে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ওমর’স আইসিটি কোচিং সেন্টার।
হোসনে আরা প্রমির সঞ্চালনায় ওমর’স আইসিটি কোচিং সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার ওমর ফারুক সিদ্দিকির সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইফুর রহমান সোহেল। এছাড়াও বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রকিব’স বায়োলজির পরিচালক রকিব উদ্দিন। শাফায়েত’স ম্যাথ কেয়ারের পরিচালক শাফায়েত উল্লাহ।

এসময় পুথিঁগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আগত অতিথিরা।রাকিব’স বায়োলজির পরিচালক রাকিব উদ্দিন বলেন, রমজান মাস আমাদের যে সংযমের শিক্ষা দেয় সেটা আমাদের বাকি ১১ মাসেও কাজে লাগানোর চেষ্টা করতে হবে।পবিত্র রমজান মাস সবাই একটু খেয়াল রাখবেন আপনার পাশে থাকা অনাহারে অর্ধাহারে থাকা মানুষদের খোঁজ খবর রাখতে।
ওমর’স আইসিটি কোচিং সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার ওমর ফারুক সিদ্দিকি বলেন, ধর্ম পালন করতে হবে,লালন করতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে।তবে আমাদের ধর্ম পালন যেন অন্যের ক্ষতির কারন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ।
শিক্ষক আর বন্ধু-বান্ধবদের সাথে এক কাতারে ইফতার করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।













