১৭ ডিসেম্বর ২০২৫

ওমানের বিপক্ষে জামাল ভুঁইয়াসহ চারজনকে পাচ্ছে না বাংলাদেশ

বাংলাধারা স্পোর্টস  »

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে কাতারে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করলেও ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছে জামালরা। একে তো হারের যন্ত্রনা, তার উপরে ওমানের বিপক্ষে দল পাচ্ছে না অধিনায়ক জামাল ভুঁইয়াকে। হলুদ কার্ডজনিত কারণে ওমানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

একই কারণে খেলতে পারছেন না দলের গুরুত্বপূর্ণ আরও দুই খেলোয়াড় রহমত মিয়া ও বিপলু আহমেদ। চোটের কারণে ছিটকে গেছেন মাশুক মিয়া জনিও। সবমিলে শেষ ম্যাচের একাদশ সাজাতেই হিমশিম খেতে হবে বাংলাদেশ কোচ জেমি ডেকে।

বুধবার(০৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)নিশ্চিত করেছে, জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ ও রহমত মিয়াকে শেষ ম্যাচে না পাওয়ার খবরটি।

অধিনায়ক জামাল ইন্ডিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেন। তার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও তিনি হলুদ কার্ড দেখেছিলেন। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ওমানের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন তিনি।

আগামী ১৫ জুন জসিম বিন হামাদ স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদলের প্রথম দেখায় জামাল ভুঁইয়াদের নিয়েই ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের দল।

বাছাইপর্বে বাংলাদেশ সাত ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে। অন্যদিকে এক ম্যাচ কম খেলা ওমান ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ