২৫ অক্টোবর ২০২৫

ওমানের বিপক্ষে জয়সূচক ম্যাচে ব্যাটিং পজিশনে অদ্ভুত পরিবর্তন

শাহ আব্দুল্লাহ আল রাহাত»

ওমানের বিপক্ষে ২৬ রানের জয়ে বিষণ্ণ ড্রেসিং রুমের ফিরে এসেছে আনন্দ।ম্যাচ সেরা সাকিব  নিজে জানিয়েছেন  আপতত লক্ষ্যে সুপার টুয়েলএলভে পৌছাঁনো।

জয় সূচক ম্যাচে শুরু থেকে স্ট্রাগল করতে হয়েছে টাইগারদের।টস জিতে দলনেতা মাহমুদউল্ল্যাহর ব্যাটিং এর সিদ্ধান্তটা পেয়েছে সাধুবাদ।ওপেনিং সৌম্য সরকারের অপশন হিসেবে জায়গা পেয়েছে নাঈম শেখ।শুরুর দিকে খানিকটা এলোমেলো ব্যাট চালালেও সুযোগ কাজে লাগিয়ে পেয়েছেন অর্ধশতক।তবে বরাবরই ব্যর্থ লিটন কুমার দাশ,স্কটল্যান্ডের সাথে করছেন ৫ আর ওমানের সাথে ৬।ক্যাচ মিসের সুযোগ পেয়েও পরের বলে লেউগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি।অন্যদিকে জায়গা সৌম্য সরকারের।তাকে স্কটল্যান্ডের সাথে রাখা হয়েছিলো ৬ষ্টতম বোলার হিসেবে।তবে রান না পাওয়ায় জায়গা হয়নি ওমানের সাথে।যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলেই লিটনের চেয়ে সৌম্য থাকবে এগিয়ে।হয়তো দলে আবারও সুযোগ পাবে সৌম্য তবে ফিরে আসা অনেক ডিফিকাল্ট।

ওয়ান ডাউন কিংবা তিন নাম্বার পজিশনে হুট করে মাঠে আসলেন মাহাদী হাসান।তিনিও ব্যর্থ।বোলিং নৈপুণ্যে বাংলাদেশকে ফিরিয়েছেন ম্যাচে।তারপর সাকিব আল হাসান ব্যাটে কথা বলেছে সময়মতো।রান আউটে সাকিবে বিদায়ে মাঠে নামলেন নুরুল হাসান এবং আফিফ হোসাইন।দুই পাওয়ার হিটার নামের প্রতি করতে পারেন নি সুবিচার। সাত নম্বর পজিশনে মাঠে নামলেন ক্যাপ্টেন সাইলেন্ট কিলার।

তবে মুশফিকুর রহিম কেন নাম্বারে 8 পজিশনে।দেশের ক্রিকেট ইতিহাসে খুব দ্রুত সেট হয়ে স্লগ করতে পারা মুশির  নাম্বারে ৮ এ পিচে আসটা কতটুকু ‍যুক্তিযুক্ত।তবে জয়ের দেখা মিললেও অবাক করা পজিশন পরিবর্তনের ইমপেক্ট ঠিকই পড়েছে গোটা দলের উপর।ফলাফল ১৫৩ রানে অলআউট বাংলাদেশ।  

অবাক করা এত পরিবর্তন কি আসলেই উপযোগী, তাহলে শর্ট ফরম্যাটের ক্রিকেটে কার পজিশন কোথায়!কে আমাদের মিডেল ওয়ার্ডার,কে আমাদের ফিনিশার।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন