বাংলাধারা প্রতিবেদন »
ফের সড়ক দুর্ঘটনায় মধ্যপ্রাচ্যের ওমানের দুকুম শহরে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ওমানের স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত প্রবাসীর নাম মো. আকতার(৩০)।
নিহত আকতার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লতিফেরগো বাড়ির বাসিন্দা।
এই ঘটনায় শাহাদাত নামে আরও একজন প্রবাসী গুরুতর আহত হয়েছেন। তিনিও সন্দ্বীপের বাসিন্দা। তবে তার ব্যাপারে খুব বেশি বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ওমানের দুকুম শহরে ৫ বাংলাদেশি নাগরিক মারা যায়। এই নিয়ে ১১ দিনের মাথায় মোট ৬ জন প্রবাসী প্রাণ হারালেন। যাদের সকলের বাড়িই সন্দ্বীপ।
বাংলাধারা/এফএস/এআর













