২৪ অক্টোবর ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙ্গুনিয়ার যুবক

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহেদুল ইসলাম (৩০) নামের রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার বাংলাদেশ সময় সকাল ১২টার দিকে ওমানের একটি সড়কে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত জাহেদুর উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মুন্সী বাড়ী এলাকার জেবল হোসেনের ছেলে।

বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে তার চাচা ডাক্তার রফিকুল ইসলাম জানান, জাহেদুল ইসলাম ওমানে দীর্ঘদিন ধরে কাজ করতেন। শনিবার কাজ শেষে করে রুমে ফিরছিল সে। সেসময় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেলে তাকেউদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের লাশ দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে বলে জানান ডাক্তার রফিকুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, জাহেদুল ইসলাম তার পরিবারে ৩ বোনের একমাত্র ভাই ছিলেন। তার স্ত্রী ও এক মেয়ে, দুই সন্তান রয়েছে। তিনি দীর্ঘ তিন মাস ছুটি কাটিয়ে ওমানে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন