চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে মহিউদ্দিন (৪০) এক প্রবাসী মৃত্যুর ঘটনা ঘটেছে৷ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামনসুন্দর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহত মহিউদ্দিন (৪০) উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের সন্তান৷ বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম৷
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, উপজেলার ইছাখালী এলাকার মহিউদ্দিন শুক্রবার সকাল ১০টায় ১৫ বছর পর ওমান থেকে দেশে ফিরেন৷ রাতে তার বোনের স্বামীর বাড়িতে গেলে সেখানে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়।মূলত এত বছর পর ভাই দেশে আসার খবর শুনে বোন বাবার বাড়িতে যাওয়া নিয়ে ঝামেলা শুরু হয়৷
এসময় তার আপন বোনের স্বামী শরীফ ও তার বাবা মিছিল আহম্মেদের সাথে মহিউদ্দিনের হাতাহাতি হয়। এক পর্যায়ে এটি রুপ নেয় মারামারিরে৷ এক পর্যায়ে এতে মহিউদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফাহিম বলেন, মহিউদ্দিন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো৷ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি৷ শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ময়নাতদন্ত করলে জানা যাবে৷
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘লাশ ময়নাতদন্তে নেয়ার প্রস্তুতি চলছে৷ অভিযুক্ত বোনের স্বামী শরিফকে আটক করতে তার বাড়িতে পুলিশের টিম গেছে তারা তাকে খুজে পায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷’













