২৪ অক্টোবর ২০২৫

ওয়াসা মোড়ে বোমা আতঙ্ক, পরীক্ষা শেষে মিলল নির্ঘাত সত্য

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় বোমা সদৃশ একটি বস্তু উদ্ধারকে কেন্দ্র করে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেছে, সেটিতে কোনো বিস্ফোরক দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪টার দিকে ওয়াসা মোড়ের ট্রাফিক পুলিশবক্স সংলগ্ন এলাকায় সন্দেহজনক বস্তুটি দেখতে পান পথচারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

এক প্রত্যক্ষদর্শী জানান, “শুনেছি বোমা পড়ে আছে। এরপর দেখি পুলিশ এসে একটা বস্তু নিয়ে গেল। তবে ওটা বোমা কিনা, তা জানি না।”

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বলেন, “ওয়াসা মোড় এলাকায় বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে—এমন খবরে আমাদের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করেছে। তবে সেখানে বিস্ফোরকজাতীয় কিছু পাওয়া যায়নি।”

আরও পড়ুন