১৯ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির মৃত্যুতে উত্তাল ফটিকছড়ি চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ি। সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন এবং সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। রাত সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ সমাপ্ত করে সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদি মারা যান। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন