চট্টগ্রামের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে বিএনপি নেতাকর্মীদের হাতে গণধোলাইয়ের শিকার হোন । এ সময় নেতাকর্মীরা তাকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে নেতাকর্মীরা তার বিরুদ্ধে ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটল। স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।
মহানগরের বিভিন্ন থানায় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নেজাম উদ্দীনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।
এদিকে, মোহাম্মদ নেজাম উদ্দীনকে আটক হওয়ার পর সংবাদ ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় করতে শুরু করে। থানার সামনে স্থানীয় বিএনপির একাধিক নেতা নেজামের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ভিড় করছে।
নেজাম উদ্দিন সবশেষ সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করেন। এর আগে নগরের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি। এসময় এক ভুক্তভোগী জানান তার অন্ডকোষ চেপে ধরেছেন এই ওসি।













