ক্রীড়া প্রতিবেদক »
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচগুলো নিয়ে আপতত নিজেকে মনোযোগী রাখতে চান দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। এছাড়া অবসরের কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টুয়েন্টি না খেলার ঘোষণা দিয়েছেন তিনি। তরুণদের নেতৃত্বে টি-টুয়েন্টির ওপেনিং চলমান রাখার কথা জানান তামিম।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান তামিম ইকবাল। কোনো রাগ কিংবা অভিমান থেকে নয় বরং তরুণদের প্রতি বিশ্বাস রেখেই এমন সিদ্ধান্তের কথা বলেন তিনি।
সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে হুট করে না খেলার সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনায় ছিলেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল।শেষ পর্যন্ত খেলেনটি ২০২০ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে ঢাকার জার্সি গায়ে আবার টি-টুয়েন্টিতে ফেরেন তিনি।দলের জয়ে ভাঁটা পড়লে ব্যাট হাতে নিজের রান তোলার চেষ্টা করছেন দেশের অন্যতম সেরা ওপেনার। পেয়েছেন দুই হাফ সেঞ্চুরি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত ৭৮ ম্যাচ খেলেন তামিম।তবে বোর্ড সভাপতি এবং ক্রিকেট সংশ্লিষ্ট কর্তারা চায় আরো কয়েক বছর দেশের হয়ে ওপেনিং করুক এই ক্রিকেটার।
বহুদিন ধরে তামিমের না খেলার ইস্যুকে কেন্দ্র করে সবার ধারণা যে কোনো দিন তামিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিবেন। আজ বৃহস্পতিবার ঢাকার হয়ে প্র্যাকটিস সেশনে ব্যাপারটি খোলাসা করেন তিনি। তবে তরুণরা ভালো করলে টি-টুয়েন্টিকে নিজেকে ফেরানোর প্রয়োজন বলে মনে করছেন না তিনি।
লং ভার্সন ক্রিকেট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ইচ্ছে ছিলো টেস্টে ভালো করা এবং তার স্বপ্ন সেরা টেস্ট ক্রিকেটার হওয়া।সে স্বপ্নের তাড়নায় চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেট।
দেশের জনপ্রিয় ক্রিকেট ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে যথারীতি থাকতে চান তিনি। তাই ২০২৩ বিশ্বকাপ টা এখন তামিমের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন বাঁহাতি এই ওপেনার।
বাংলাধারা/এসএএআর













