১৭ ডিসেম্বর ২০২৫

ওয়াসার গ্রাহক সেবা মাস উদ্বোধন

বাংলাধারা প্রতিবেদন  »

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে গ্রাহক সেবা সহজীকরণ ও সংযোগের বকেয়া আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার গ্রাহক সেবা মাস শুরু হয়েছে।

সোমবার (১ মার্চ) সকালে চট্টগ্রাম ওয়াসার কনফারেন্স রুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সেবা মাসের আওতায় গ্রাহকরা যে সব সুবিধা পাবেন – সারচার্জ ব্যতিরেকে বিল পরিশোধ, কিস্তিতে বকেয়া পরিশোধ, গভীর নলকূপ এর লাইসেন্স দিনে দিনে প্রদান ও নবায়ন করা, তাৎক্ষণিক মিটার পরিবর্তনের সুযোগ প্রদান, গ্রাহক সংযোগে অচল/ চুরি/ নষ্ট মিটার ২৪ ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করা।

এছাড়া ১০ জন সম্মানিত গ্রাহককে সম্মাননা স্মারক প্রদান, বিল আদায়ে সর্বোচ্চ অবদান রাখা ০২ টি ব্যাংকের শাখাকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

এ সময় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ জাহাঙ্গীর আলম, বোর্ড সদস্য জনাব নাজমুল হক ডিউক, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.কে.এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ), সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান রাজস্ব কর্মকর্তা এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ