বাংলাধারা প্রতিবেদন »
নগরীর ওয়াসার মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক খুঁটি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ওয়াসা মোড়স্থ কাস্টম বন্ড কমিশনারেট অফিসের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এখানে অনলাইন নিউজ পোর্টাল বাংলাধারা, চট্টগ্রাম বন্ড কমিশনারেটের কার্যালয়, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সনি-র্যাংকসের শো-রুম, রিগালো রেস্টুরেন্ট, গামকা, ওয়ালটনের শো-রুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। বর্তমানে সকল প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। তবে অল্পের জন্য বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা ২০মিনিটে বিকট শব্দ হলে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা তাদের অফিস থেকে বেরিয়ে আসে। ততক্ষণে পুরো বৈদ্যুতিক খুঁটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করেছিল তখন। ফায়ার সার্ভিস আসার আগে বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওয়ালটন শো রুমের এক কর্মকর্তা জানান, আমরা সকলেই কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ বিকট শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি আগুন জ্বলছে। বর্তমানে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বৈদ্যুতিক খুঁটি থেকেই আগুনের সূত্রপাত হয়। আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা আসার আগে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন তাদের অফিসের অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুনের তীব্রতা কমানোর চেষ্টা করে।
বাংলাধারা/এফএস/টিএম













