বাংলাধারা বিনোদন »
অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় সোহানা সাবা। এবার প্রযোজনা করছে ওয়েব সিরিজ। গল্পও তার। পাশাপাশি অভিনয় করছেন ‘টুইন রিটার্নস’ নামের এই সিরিজে। পরিচালনা করছেন আলোক হাসান।
এ বিষয়ে সোহানা সাবা বলেন, “লেখালেখি করা আমার পুরোনো অভ্যাস। করোনার মধ্যে দীর্ঘদিন ঘরেই বসেছিলাম। অবসর এই সময়ে বাসায় বসে একটি গল্প লিখে ফেলি। এই গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। আমি এটি প্রযোজনাও করছি।”
সাবার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম খামারবাড়ি। সিলেটের নাজিমগড় রিসোর্টে দিন দু-এক আগে শুরু করেছেন ৬ পর্বের ‘টুইন রিটার্নস’-এর শুটিং। অন্যান্য লোকেশনেও চলবে দৃশ্যায়ন।
‘টুইন রিটার্নস’ প্রচারিত হবে বিঞ্জ অ্যাপে। অভিনয়ে আরও আছেন মনোজ প্রামাণিক, রুনা খান, মাজনুন মিজান, সুষমা সরকার, সায়ান্তনি ত্বিষা, রাহাত ও ভারতের সৌরভ চক্রবর্তী।
বর্তমানে টিভিতে প্রচার হচ্ছে সোহানা সাবা অভিনীত ধারাবাহিক ‘মধ্যবর্তিনী’র দ্বিতীয় সিজন। পাশাপাশি দেখা যাচ্ছে অন্যান্য নাটকে। এ ছাড়া সর্বশেষ ছবি হলো ‘মানিকের লাল কাঁকড়া’। এটি পরিচালনা করছেন আফজাল হোসেন।
বাংলাধারা/এফএস/ইরা













