বাংলাধারা ডেস্ক »
রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থেকে পাঁচ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে ১১টি ককটেল পাওয়া গেছে।
ডিবি পুলিশের বরাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে ১১টি ককটেল পাওয়া গেছে।
গ্রেফতাররা হলেন- আব্দুস সবুর ফকির (৬৭), মীর বাহার আমিরুল ইসলাম (৪৯), ফরিদ হোসেন (৬৮), আব্দুর রহিম ওরফে জীবন (৪৭) ও মুনিম খান (৩৫)।
গ্রেফতারদের মধ্যে আব্দুস সবুর ফকির জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ কর্ম পরিষদের সদস্য ও সুরা সদস্য। মীর বাহার আমিরুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা জোনের আমির ও কর্ম পরিষদের সদস্য। ফরিদ হোসেন ঢাকা মহানগর দক্ষিণ কর্ম পরিষদের সদস্য ও সুরা সদস্য। আব্দুর রহিম ওরফে জীবন ঢাকা মহানগর দক্ষিণের রোকন এবং মুনিম খান আগে ছাত্রশিবির করলেও বর্তমানে জামায়াত ইসলামের সঙ্গে যুক্ত।
গ্রেফতারদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।
সূত্র : জাগো নিউজ
বাংলাধারা/এফএস/এএ