কক্সবাজার প্রতিনিধি »
দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক জাকের উল্লাহ চকোরী ইন্তেকাল করেছেন। বুধবার (২১ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাকের উল্লাহ চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারস্থ মরহুম মাওলানা আবদুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও মেয়ের জামাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি কক্সবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাতা সদস্য, চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি এবং দৈনিক ইনকিলাব কক্সবাজারের সংবাদদাতা ছিলেন।
বুধবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় চকরিয়া পৌরসভার হালকাকারস্থ মৌলভীরচর জামে মসজিদ মাঠে সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর নামাযে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে, সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সারোয়ার কমল এমপি, কক্সবাজার সদরের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক আমাদের সময়’র স্টাফ রিপোর্টার সওয়ার আজম মানিক, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, যুগ্ন-সম্পাদক মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর, চকরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুকুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাপ্পী শাহরিয়ারসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।













