বাংলাধারা ডেস্ক »
কক্সবাজারে নুরুল আলম (৩৭) নামে এক ইজিবাইক চালককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদরের ঈদগাঁওর দক্ষিণ মাইজপাড়ার সিদ্দিকের বাপের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, নুরুলকে গুলি করে হত্যার ঘটনায় জোহান নামে এক যুবক ও তার দুই সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













