কক্সবাজার প্রতিনিধি»
কক্সবাজারে ইয়াবা জব্দের মামলায় অভিযুক্ত এক যুবককে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এসময় ৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে তাকে। অর্থদন্ড পরিশোধ না করলে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রবিবার (৫ সেপ্টেম্বর) আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন কক্সবাজারের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান।
দন্ডপ্রাপ্ত মো. ওমর ফারুক (৩৩) কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলী রহমানিয়া মাদসারা এলাকার মো. তাহেরের ছেলে। রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ কিংবা গ্রেফতারের দিন থেকে সাজার মেয়াদ গণনা শুরু হবে বলেও আদেশ দেন বিচারক।
এসময়, আসামির কাছ থেকে জব্দকৃত ইয়াবাসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও যথাযথ বিধি অনুসরণপূর্বক ধ্বংস করার জন্য কোর্ট পুলিশ পরিদর্শককে নির্দেশও দিয়েছেন বিজ্ঞ বিচারক। আদালতের রাষ্ট্রপক্ষীয় কৌসুলী (এপিপি) অ্যাডভোকেট আবদুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আদালতকে সহযোগিতা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন মুহাম্মদ শহিদুল্লাহ।
মামলার এজাহার সুত্রে জানায়, ২০১৮ সালের ২৪ জানুয়ারি শহরের ঝাউতলা প্রধান সড়কের মনির স্টোরের সামনে থেকে মো. ওমর ফারুককে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মোহাম্মদুল হক ( মামলা নং-৫৩/২০১৮ইং)। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণের পর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় রায়ের জন্য নির্ধারিত দিন রবিবার উপরোক্ত সাজা ঘোষণা করেন বিজ্ঞ আদালত।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারি পরিচালক (এডি) মো. রুহুল আমিন বলেন, এভাবে চলমান মামলা গুলোর বিচার কাজ সম্পন্ন হলে সাজাভোগের বিষয়টি প্রচারে সমাজে মাদকের প্রভাব কমতে পারে।
বাংলাধারা/এফএস/এফএস













