২৯ অক্টোবর ২০২৫

কক্সবাজারে ইয়াবা নিতে এসে তিনজন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি»

পেটে পুরে ইয়াবা নিতে এসে কক্সবাজার সদরের খরুলিয়ায় ৩ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ওই এলাকার মাদক ব্যবসায়ী নুরুল আবছারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক ও ২ হাজার ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় দেয়াল টপকে পালিয়ে যাওয়ায় ইয়াবা বিক্রেতা বাড়ির মালিককে আটক করা সম্ভব হয়নি। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সিকদার পাড়া এলাকার ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের বাড়িতে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এনএসআই যৌথ অভিযান চালায়। বাড়ির মালিক নুরুল আবছার বিপুল ইয়াবা ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেলেও আটক নারী পুরুষের কাছ থেকে ২ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার হয়।

আটককৃতরা হলেন, জয়পুরহাটের বাগজানা আঠাপাড়া এলাকার মোহাম্মাদ হকের ছেলে মাহফুজুর রহমান লিটন (৩৫), মাদারীপুরের কালিকাপুর এলাকার মনির হোসেনের স্ত্রী সোনিয়া (২৭), একই এলাকার মৃত মো. খালেকের স্ত্রী আছিয়া বেগম (৫৫)। 

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, ওই এলাকার নুরুল আবছার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে খরুলিয়ার সিকদার পাড়া এলাকার মাদক ব্যবসায়ী নুরুল আবছারের বাড়িতে এনএসআইসহ যৌথভাবে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী নুরুল আবছার ইয়াবা বিক্রির নগদ টাকা ও বিপুল ইয়াবা নিয়ে তার বাড়ির দেয়াল টপকে পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ইয়াবা কিনতে আসা ৩ নারী পুরুষকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকার মোহাম্মদপুরের শহীদুল ইসলাম নামক জনৈক ব্যক্তির ইয়াবা বহন করার জন্য কক্সবাজার এসেছেন এবং দীর্ঘদিন ধরে এই চক্রের সাথে জড়িত হয়ে মাদকের চালান সংগ্রহের পর পাচার করে আসছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় ইয়াবা ব্যবসায়ী নুরুল আবছারকে প্রধান আসামী করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান ডিএনসির এই কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন