কক্সবাজার প্রতিনিধি»
কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে রিচার্ড (৫০) নামে আন্তার্জাতিক এনজিওর এক কেনিয়ান কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান।
রিচার্ড বৃহস্পতিবার (১৯ আগষ্ট) রাতে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে ভর্তি হয়েছিলেন।
মারা যাওয়া রিচার্ড কেনিয়ার বাসিন্দা এবং ডেনিস রিফিউজি কাউন্সিল (ডিআরসি) কক্সবাজার অফিসের ম্যানেজার।
সদর হাসপাতালের আরএমও ডা. শাহীন জানান, মিঃ রিচার্ড করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিলেন। সর্বোচ্চ প্রচেষ্টার পরও তিনি মারা যান। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। এখনো তার বিস্তারিত পরিচয় হাতে আসেনি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি হস্তান্তর করা হবে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, এনজিওর একজন বিদেশী কর্মকর্তা করোনায় মারা যাবার খবর পেয়েছি। খোঁজ নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বাংলাধারা/এফএস/এফএস













