২৪ অক্টোবর ২০২৫

কক্সবাজারে কার্যক্রম শুরু করেছেন আরও ৪ অতিরিক্ত জজ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগপ্রাপ্ত চারজন অতিরিক্ত জেলা জজ বিচারিক কার্যক্রম শুরু করেছেন। নতুন নিয়োগ পাওয়া এ চার বিচারক সোমবার (১০ অক্টোবর) থেকে তাদের কার্যক্রম শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্র মতে, দুই বিভাগে বর্তমানে বিচারাধিন মামলার সংখ্যা ৮২ হাজার ৭৯৮টি।

পিপির মতে, এ কার্যক্রমের ফলে কক্সবাজারে দীর্ঘদিনের বিচারাধিন প্রায় ৮৩ হাজার মামলার জট কমে আসবে। বিচারিক কার্যক্রম এগিয়ে গেলে ভোগান্তি থেকে রেহাই পাবেন বিচার প্রার্থীরা।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে জেলা জজ হিসেবে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইসমাইল আর অতিরিক্ত জেলা জজ হিসেবে রয়েছেন আবদুল্লাহ আল মামুন।

নতুন অতিরিক্ত জজ হিসেবে বিচারিক কার্যক্রম শুরু করেছেন, মো. সাইফুল ইলাহী, আবদুল কাদের, মোশারফ হোসেন ও নিশাত সুলতানা।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সীমান্ত জেলা কক্সবাজারের আদালতে ৯০ হাজারের বেশি মামলা বিচারাধিন ছিল। যা দেশের জেলা পর্যায়ে সর্বোচ্চ মামলা। জেলা জজ হিসেবে মোহাম্মদ ইসমাইল যোগদানের পর তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলার জট কমানোর উদ্যোগ নেয়া হয়। এ কার্যক্রমের ধারাবাহিকতায় এখন প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধিন রয়েছে। ফলে জেলা জজ নতুন করে বিচারক নিয়োগের জন্য জোর তৎপরতা চালান। সরকারের আন্তরিক প্রচেষ্টায় অতিরিক্ত জেলা জজ হিসেবে সোমবার থেকে চারজন বিচারক কার্যক্রম শুরু করেছেন।

আদালতের সিনিয়র আইনজীবী বাপ্পী শর্মা জানান, একজন জজ এবং একজন অতিরিক্ত জজ যে সংখ্যক মামলার বিচার করতো এতে একটি মামলার তারিখ কোনভাবেই ৩ মাসের মধ্যে আনা সম্ভব ছিল না। ফলে বছরের পর বছর ভোগান্তি ও হয়রানীর কবলে ছিলেন বিচারপ্রার্থীরা। এখন আরো চারজন অতিরিক্ত জজ আদালতের কার্যক্রমে অংশ নেয়ায় স্বল্প সময়ে মামলার তারিখ দেয়া সম্ভব হবে। এতে বিচার কার্যক্রম এগিয়ে যাবে এবং স্বাভাবিকভাবে বিচারপ্রার্থীরা ভোগান্তি থেকে রক্ষা পাবেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দিনের দেয়া তথ্য মতে, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বর্তমানে মামলার সংখ্যা ৫১ হাজার ১১৪ টি। যার মধ্যে ফৌজদারী মামলার সংখ্যা ২৫ হাজার ৫২টি আর দেওয়ানি মামলার সংখ্যা ২৬ হাজার ৬২ টি।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান নূরীর মতে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বর্তমানে ৩১ হাজার ৬৮৪ টি মামলা বিচারাধিন রয়েছে।

আরও পড়ুন