৮ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারে গোলাগুলিতে মানবপাচার মামলার আসামি নিহত

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে মানবপাচারে অভিযুক্ত একাধিক মামলার আসামি এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপকূলীয় বাহারছড়ার নোয়াখালী জুম্মা পাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে ১টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ৯ রাউন্ড খোসা জব্দ করা হয়েছে।

নিহত আব্দুস ছালাম (৩০) বাহারছড়ার নোয়াখালী জুম্মা পাড়ার মৃত হাকিম আলীর ছেলে ও মানবপাচারের অভিযোগে করা ৩টি মামলার আসামী।

পুলিশ সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে বাহারছড়ার নোয়াখালী জুম্মা পাড়াস্থ মৃত হাকিম আলীর বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ে মানবপাচারের জন্য লোক অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। এসময় অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল সানি বডুয়া ও দেলোয়ার আহত হয়। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর স্বশস্ত্র দূবৃর্ত্তরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

‘পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে ১টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ৯ রাউন্ড খোসাসহ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ সালামকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।’

এ ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন