কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন রামুর ঈদগড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গর্জন গাছসহ একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।
শুক্রবার রাতে ঈদগড় রেঞ্জের সদর বিটের ক্লাবের ঘোনা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় সামাজিক বনায়ন থেকে চুরি করে নিয়ে যাওয়া প্রায় ১০০ ঘনফুট গর্জন গাছ উদ্ধার করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে ডাম্পার চালক পালিয়ে যায়। এমনটি জানিয়েছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার।
ঈদগড় রেঞ্জ, বিট অফিসের কর্মকর্তা ও ভিলেজারগণ অভিযানে অংশ নেন।
বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, ঈদগড় রেঞ্জের ঈদগড় সদর বিটের অধীনে ক্লাবের ঘোনায় সামাজিক বনায়নের গাছ চুরি করে রাতের অন্ধকারে পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালায় বন বিভাগ। অভিযান বুঝতে পেরে গাছসহ ডাম্পারটি ফেলে পালিয়ে যায় চালক। তা জব্দ করে বিটে নিয়ে যাওয়া হয়েছে। ডাম্পারে আনুমানিক ১০০ ঘনফুট গর্জন গাছ রয়েছে বলে ধারণা তাদের।
তিনি আরও বলেন, জব্দকৃত ডাম্পার ও গাছ সংক্রান্তে পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।













