কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার সদরের বাংলা বাজারে ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে শিক্ষার্থীসহ দুই পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সদরের বাংলা বাজার বাগ্গুলার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার সদরের বাংলা বাজার বাগ্গুলার দোকান এলাকার আবুল বশর (৮৫) ও ঝিলংজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফরহাদ (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পূর্বদিক দিক থেকে বেপরোয়া গতিতে আসা লিংকরোডগামী একটি ডাম্পার বাগ্গুলার দোকান সংলগ্ন ফজলিয়া মাদ্রাসার সামনে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এসময় রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় আবুল বশর ও ফরহাদ নামের শিক্ষার্থী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। হেলপারই বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন বলে উল্লেখ করেন প্রত্যক্ষদর্শীরা।
বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে এসে ওই ডাম্পারে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ক্রেনের সাহায্যে গাড়ি সরিয়ে নিহতদের উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ডাম্পার মালিক ও চালককে খোঁজা হচ্ছে বলে জানান ওসি।
বাংলাধারা/এফএস/টিএম













