৮ নভেম্বর ২০২৫

কক্সবাজারে ডিবির হাতে ‘ডিবি’ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি »

গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে অপরাধকর্ম করে বেড়ানো চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। এসময় তাদের দখল হতে পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ডিবির ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন আহমেদ।

গ্রেফতাররা হলো— কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনা এলাকার ছৈয়দ আহমদের ছেলে লুৎফুর রহমান (৩৪), একই ইউপির মন্ডলপাড়ার ফেরদৌস মিয়ার ছেলে ইমরান হোসাইন (৩২), দরগাহপাড়ার বশির আহমদের ছেলে মুফিজুর রহমান (৩০) ও একই উপজেলার ইসলামাবাদ ইউপির খোদাইবাড়ী এলাকার মকবুল আহমদের ছেলে মিজানুর রহমান (৩৪)। তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, ইংরেজী অক্ষরে ‘ডিবি কক্সবাজার’ লেখা একটি কটি, তাদের ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

ডিবির ওসি আহমেদ নাসির উদ্দিন জানান, কিছু লোক বিভিন্ন সময় ডিবিসহ শৃংখলা বাহিনীর নানা সদস্য পরিচয়ে লোকজনের সাথে প্রতারণা করে আসছে এমন অভিযোগ পায় কক্সবাজার ডিবি। এরপর পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশনায় আমার (ওসি ডিবি) তত্বাবধানে ডিবি’র একটি চৌকস টিম নিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়া নালা ইউনিয়নস্থ নুরপাড়া জামে মসজিদের একটু দক্ষিণে পাকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে সিএনজি ও মোটর সাইকেলসহ ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভূয়া ডিবি পুলিশের ছদ্দবেশে দীর্ঘদিন যাবৎ রামু থানা এলাকাসহ জেলার প্রত্যন্তাঞ্চলে লোকজনদের আটক, টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসার কথা স্বীকার করেছে। বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ পুলিশ বাহিনীর সুনাম চরমভাবে ক্ষুন্ন হয়েছে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

গ্রেফতারদের বিরুদ্ধে রামু থানায় নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া সদস্য এবং তাদের সাথে কারা কারা জড়িত তাদেরও সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত থাকবে বলে উল্লেখ করেন ওসি ডিবি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ