২৪ অক্টোবর ২০২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-

কক্সবাজারে দলীয় ও স্বতন্ত্র মিলে ৪ আসনে ৩৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতার আশায় মনোনয়ন পত্র সংগ্রহ করা শুরু করেছেন প্রার্থীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) পর্যন্ত আওয়ামীলীগ মনোনীত ৪জনসহ ৩৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্র। এতে জেলার ৪টি আসনের বিপরীতে আওয়ামীলীগের বর্তমান এক এমপিসহ ৬জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। শেষ সময় পর্যন্ত আওয়ামীলীগের আরো স্বতন্ত্র প্রার্থী মাঠে আসতে পারে বরে ধারণা করছেন রাজনৈতিক বোদ্ধামহল।

কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকাল পর্যন্ত ৩৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে ১৩ জন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে ৫জন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসন থেকে ৯জন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে ৭জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা ১৩ জন হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টি (জেপি) এএইচ সালাহ উদ্দিন মাহমুদ, ওয়াকার্স পাটির নেতা বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ বশিরুল আলম, লিবারেল ইসলামিক জোটের প্রার্থী তৃর্ণমুল বিএনপির চৌধুরী আফতার নুর, জাতীয় পার্টি (জাপা) প্রার্থী হিসেবে খোসনে আরা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রাথী হিসেবে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারমান ও আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সাঈদী, পেকুয়ার এএইচএম হেলাল উদ্দিন, চকরিয়ার শফিকুর রহমান ও শাহনেওয়াজ চৌধুরী।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুদিয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহকারিরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ন্যাশনাল পিপলস পার্টি (এনএনএফ)’র মাহাবুবুল আলম,জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ, স্বতন্ত্র প্রার্থী মহেশখালীর আবু কাউছার, কুতুবদিয়ার মো. সরওয়ার আলম।

এছাড়াও এ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলন (বিএনএম)র হয়ে প্রতিদ্বন্ধীতার ঘোষণা দিয়েছেন মহেশখালী উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে বিএনএম-এ যোগদান করেছেন। তবে তিনি এখনো মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। এছাড়াও আসনটি থেকে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী হিসেবে মাহমুদুল করিমের নাম ঘোষণা হলেও তিনিও মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।

আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ আসনটি থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া ঘোষণা দিয়েছেন। তবে, তিনিও এখন পর্যন্ত সংগ্রহ করেননি মনোনয়নপত্র।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা নয়জন হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, তৃর্ণমুল বিএনপির মোহাম্মদ সানা উল্লাহ, জাতীয় পার্টি (জাপা) প্রার্থী মোহাম্মদ তারেক, বিএনএফ প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম, লিবারেল ইসলামিক জোটের প্রার্থী নুরুল আলম, বাংলাদেশ কল্যাণ পার্টির আবদুল আওয়াল মামুন, ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও আবদুল মজিদ।

এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত এমপি কমলের ভাই রামু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও তিনি এবং জাসদ থেকে জেলা সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলকে মনোনয়ন দেয়া হলেও তিনিও মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র নেয়া ৭ জন হলেন, আওয়ামীলীগের প্রাথী ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতার, এনএনএফ প্রার্থী ফরিদ আলম, জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন সিকদার ভূট্টো, বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলন (বিএনএম)র প্রার্থী তাহা ইয়াহিয়া, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুর রহমান বদিকে পিতা দাবি করে আদালতে মামলা দায়েরকারি মোহাম্মদ ইসহাক, আওয়ামীলীগের মনোনয় বঞ্চিত কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর।

আরও পড়ুন